ময়মনসিংহে লেগুনা চাপায় এক শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে বুধবার রাস্তা পারাপারের সময় লেগুনা চাপায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। ত্রিশাল থানার এসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের নাম মোহাদেব পাল (১০)। সে সম্মুখ বৈলর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে বৈলর পালপাড়া এলাকার স্বর্গীয় জগদিশ চন্দ্র পালের ছেলে।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। লেগুনা আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।