যশোরের চৌগাছা থানার এসআই অনিল মুখার্জীসহ তিন জনের বিরুদ্ধে ছয় লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

যশোর জেলা প্রতিনিধি।।এক যুবককে পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে যশোরের চৌগাছা থানার এসআই অনিল মুখার্জীসহ তিন জনের বিরুদ্ধে ছয় লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। তবে চাকরি না হওয়ায় এখন টাকা ফেরত চাওয়ায় পরিবারটির সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
এজন্য তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ভুক্তভোগী শাহজালালের ভাগ্নি লিপি খাতুন। তিনি চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত হানিফ আলীর মেয়ে।
লিখিত বক্তব্যে লিপি খাতুন অভিযোগ করেন, চৌগাছা থানার এসআই অনিল মুখার্জী, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের রমজান আলীর ছেলে ইদু মেম্বর ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে ওমর আলী গত ২ জানুয়ারি আমার মামা শাহাজালালকে পুলিশে চাকরি দেওয়ার নাম করে পাঁচ লাখ ৯০ হাজার টাকা নেন। চাকরি না হওয়ায় টাকা ফেরৎ চাওয়ায় এসআই অনিল মুখার্জী, ইদু মেম্বর ও ওমর আলী ১ মার্চ চুড়ামনকাটি বাজারে আমাকে মারপিট করে রক্তাক্ত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে গিয়ে তারা আমাকে টাকা দাবি এবং মামলা করতে নিষেধ করেন। করলে আমাকে খুন করার হুমকি দেন। পরদিন তাদের ভয়ে হাসপাতাল ছেড়ে আমি বাড়িতে চলে যাই। এ ঘটনায় যশোর আদালতে মামলা করতে গেলে ৪ মার্চ জজ কোর্ট মোড়ে আমাকে আবারো মারপিট করা হয়। সেখানকার লোকজন আমাকে উদ্ধার করে আবারো হাসপাতালে ভর্তি করেন। সর্বশেষ গত বুধবার রাতে চৌগাছা থানার এসআই শাহিনুর রহমান, এএসআই লিপোনুর রহমান এবং এএসআই আব্দুল কুদ্দুস আমাদের বাড়িতে গিয়ে সংবাদ সম্মেলন না করতে হুমতি দেন। সে কারণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’সংবাদ সম্মেলনে লিপি খাতুনের মা হাসিনা বেগম ও বোন লিমা খাতুন উপস্থিত ছিলেন।