নিজস্ব প্রতিবেদক, যশোর : অবশেষে যশোর-খুলনাঞ্চলের জলাবদ্ধতা রোধে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এজন্য ১২৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে।
এ প্রকল্পে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সেচ বিভাগের মাধ্যমে এ অঞ্চলের মরা খালগুলো পূণঃখনন এবং কৃষক ও কৃষির প্রয়োজনে নতুন খাল খনন করারও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দ্রুতই পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে বিএডিসি এ কার্যক্রম বাস্তবায়ন করবে। এ জন্য উপজেলা ও ইউনিয়ন সেচ কমিটি খাল শনাক্ত করবে।
ধানি বিল-মাঠের মুখের খাল অংশ সমতল ভূমিতে পরিণত হওয়ায়, অনেক স্থানে খালের চিহ্ন পর্যন্ত বিলীন করে চাষাবাদে ব্যবহার হওয়ায় এবং অতি বৃষ্টির কারণে- এ অঞ্চলে জলাবদ্ধতা মৌসুমি সমস্যায় পরিণত হয়েছে। বিল ও মাঠে পানি নিষ্কাশন ও পানি আসার কোনো ব্যবস্থা বলতে গেলে নেই।
যশোর-খুলনাঞ্চলে দীর্ঘদিন অনিয়মতান্ত্রিক খাল শাসন, খাল দখল করে ভরাট করার কারণে পানি কিংবা স্রোতধারা চরমভাবে বিঘ্নিত হয়ে আসছে। মাঠ-বিলের পানি নিষ্কাশনের খাল না থাকায় বা থাকলেও মরা অবস্থায় থাকায় ওই পানি শহর পাড়ামহল্লা-লোকালয়ে জলাবদ্ধ অবস্থার সৃষ্টি করে প্রতি বর্ষা মৗসুমে। তেমনি বিনষ্ট হয় শত শত কোটি টাকার ফসল।
বিগত এক যুগ ধরে জলাবদ্ধতার বিপদে এ অঞ্চলের মানুষ। কৃষির সাথে ও নদীর যেমন সম্পর্ক তেমনি খালের বিশেষ সম্পর্ক রয়েছে। যে কারণে শুধু ভৈরব, কপোতাক্ষ, ভবদহ খনন করলেই জলাবদ্ধতা রোধ পুরোপুরি সম্ভব নয় অনুধাবন করে মরা খালগুলো পূণঃ খনন ও প্রয়োজনে নতুন খাল খনন করার বিষয়টিও এই প্রকল্পে অন্তর্ভূক্ত করা হয়েছে।
১২৭ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন হওয়ার পর এ তথ্য যশোর জেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায়ও তুলে ধরা হয়েছে। বিএডিসি সেচ এই প্রকল্প বাস্তবায়ন করবে। যশোর জেলা প্রশাসনের পক্ষে বিএডিসি যশোরের নিবার্হী প্রকৌশলীকে এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করতে বলা হয়েছে।
সূত্র জানিয়েছে, এ অঞ্চলে অর্ধশত খাল এখন মৃত প্রায়। আর ড্রেনের মত বইছে অনেক খাল। আবার অনেক খাল তার চিহ্ন হারিয়ে আবাস ভূমি ও আবার চাষের জমির সাথে মিলিয়ে গেছে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে শক্তিশালী চক্র এর পেছনে রয়েছে। মনে করা হচ্ছে, এই খাল খনন কার্যক্রম স্বতস্ফূর্তভাবে এগুতে হলে জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয়সহ সরকারের আরও কয়েকটি দায়িত্বশীল বিভাগকেও কাজ করতে হবে। তাহলে এই খাল খননে জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়নে প্রভাব ফেলবে।
২০০৮ সালের ডিসেম্বরের এক জরিপে দেখা যায়, যশোর ও সাতক্ষীরার ৬টি উপজেলার ২৯২টি গ্রাম পানির নিচে তলিয়ে যায়। আবার বিশাল অংকের টাকার ফসলহানিও ঘটে। এই ভয়াবহ পরিস্থিতির শিকার হন এ অঞ্চলের ১০ লক্ষাধিক কৃষক। আর ওই সময় থেকেই এ অঞ্চলের নদী খননের উপর জোর দেওয়ার পাশাপাশি সামনে আসে খাল খনন। এ অঞ্চলের কৃষক ও কৃষিকে গুরুত্ব দিয়েই শেষমেশ প্রকল্প অনুমোদন হয়েছে। আগামি মাস থেকেই কাজ শুরু হবে।
এ ব্যপারে বিএডিসি সেচ যশোরের নিবার্হী পরিচালক মাহববুব আলম জানান, এটা কৃষক ও কৃষির জন্য অত্যন্ত ভাল খবর। কৃষি অঞ্চলের জলাবদ্ধতা দূর করতেই মূলত এই প্রকল্প। এ ব্যাপারে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে দ্রুতই কাজ শুরু করা হবে।


