লা লিগায় আজ মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক: শনিবার রাতে লাস পালমাসের আতিথেয়তা নেবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শেষে আজ থেকে আবারও ক্লাবের লড়াইয়ে ফিরছে ফুটবলাররা। লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা ও সিরি আ লিগ আজ থেকে ফের মাঠে গড়াচ্ছে।

লা লিগায় আজ মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রিয়ালের প্রতিপক্ষ লাল পালমাস। বার্সেলোনা খেলবে সেভিয়ার বিপক্ষে। তবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই শুরু হচ্ছে লা লিগার শেষের লড়াই।

ইনজুরিতে থাকায় মেসি খেলতে পারবেন না। একই কারণে জাতীয় দলের জার্সিতেও খেলতে পারেননি।

রোনালদোকে বিশ্রাম দিয়েছেন জিনেদিন জিদান। এছাড়া রিয়ালের হয়ে নামতে পারবেন না আরও পাঁচ ফুটবলার। রোনালদোর সাথে ক্রুস ও মার্সেলোকে বিশ্রাম দিয়েছেন জিদান। রামোস ও ইসকো ইনজুরিতে। আর দানি কার্ভাজাল নিষিদ্ধ। সব মিলিয়ে তারকা ছয় ফুটবলারকে ছাড়াই লাস পালমাসের আতিথেয়তা নিবে রিয়াল।

বলার অপেক্ষা রাখে না রিয়াল মাদ্রিদ গুরুত্ব দিচ্ছে মঙ্গলবারের চ্যাম্পিয়নস লিগের ম্যাচে। জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে তারা। ক্রুস ও মার্সেলো জাতীয় দলের হয়ে দুই ম্যাচে ১৮০ মিনিট মাঠে খেলেছেন। আর রোনালদো রয়েছেন টানা খেলার উপর। শতভাগ ফিট রোনালদোকে জুভেন্টাসের বিপক্ষে চাইছেন জিদান।