বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদের কথা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সকাল বেলা একজন ফোন করে আমাকে জানালেন, বুয়েটে আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীকে হলের মধ্যে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তাকে শিবির সন্দেহে মারা হয়েছে। সেই সময় এতো কঠিন ছিল যে, কাউকে যদি শিবির সন্দেহে মারা হয়, তার বিচার পাওয়ার কোনো অধিকার ছিল না। এ রকম একটি কঠিন সময় ছিল।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আখতার বলেন, আমরা আন্দোলন করলাম, সেই আন্দোলনের দেশের সব মানুষের সমর্থন ছিল। পরের বছর আবরার ফাহাদের স্মরণে একটি স্তম্ভ তৈরি করলাম। দুর্ভাগ্যের বিষয়ে আমরা যেদিন স্তম্ভ তৈরি করলাম সেই দিন সন্ধ্যায় সেটি ভেঙে গুড়িয়ে দেয়। তাদের সেই সময় শেষ হয়ে গেছে। আমরা নতুন করে ২৪-এর অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন হয়, তখন একই জায়গায় আবারও আবরার স্তম্ভ তৈরি করেছি। এই জন্য পরিকল্পনার জায়গা আল্লাহর হতে।
তিনি আরও বলেন, ওরা ভাবছিল এটা আমরা ভেঙে দিলাম এটা আর কখন হবে না। আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল, তাদেরকেই আল্লাহ দেশ থেকে বিতাড়ন করছে, আমরা নতুন করে সেই জিনিসটা তৈরি করতে পারছি।


