স্মিথকে এক বছরের জন্য নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক: বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথকে আর্থিক জরিমানাসহ এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। স্মিথের সঙ্গে আর্থিক শাস্তি ও ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। আইসিসির পর এবার নিজেদের খেলোয়াড়দের শাস্তি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সিএ’র তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথসহ ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফট। মঙ্গলবার তাদের নিষিদ্ধ হওয়ার কথা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণ বিধি ভাঙায় আজ তাদের দক্ষিণ আফ্রিকা ছাড়ার কথা রয়েছে। এই তারকা ত্রয়ী ঠিক কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন তা আজ জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে দলে যুক্ত হয়েছেন ম্যাট রেন’শ, জো বার্নস ও গ্লেন ম্যাক্সওয়েল।

সিরিজ নির্ধারণী চতুর্থ ও শেষ টেস্টে অসিদের নেতৃত্ব দেবেন টিম পেইন। কেপটাউন টেস্টের মাঝপথে অধিনায়কত্ব হারানো স্মিথকে ইতোমধ্যেই এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। বল টেম্পারিং কলঙ্কের কেপটাউন টেস্টে বাজেভাবে হারে অসিরা। ৪৩০ রানের টার্গেটে নেমে ১০৭-এ গুটিয়ে যায় মনোবল হারানো সফরকারীদের ইনিংস। তুমুল সমালোচনার সঙ্গে সঙ্গী হয় ৩২২ রানে হারের লজ্জা। টানা দ্বিতীয় জয়ে সিরিজে লিড নেয় স্বাগতিক শিবির।

শুক্রবার চার ম্যাচ সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে দু’দল। জোহানেসবার্গে মাঠে নামার আগে অসিদের বিপক্ষে ২-১ ব্যাবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।