অপেক্ষা আর মাত্র কয়েক দিনের অপেক্ষা! তার পরেই শুরু `গ্রেটেস্ট শো অন আর্থ`। বিশ্বকাপ ফুটবল। এক মাস সারা পৃথিবীকে এক সুরে বেঁধে রাখবে সেই এক খেলা। সারা বিশ্ব জুড়ে কয়েক কোটি মানুষ টিভির পর্দাতেই রোনালদো, মেসি, নেইমারদের পায়ের জাদুতে মগ্ন হবেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এসে গেল ফুটবল বিশ্বকাপের মৌসুম। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবলের মাসকট ‘জাভিবাকা’।
প্রায় শতবর্ষের কাছাকাছি চলে যাওয়া এই টুর্নামেন্টের শুরুটা হয়েছিল কিভাবে? ফুটবল বিশ্বকাপের ইতিহাসই বা কি ছিল? বিশ্বকাপের আগের আসরগুলো কেমন ছিল? রাশিয়া বিশ্বকাপের আগে এ প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। তাঁদের জন্য বিশেষ আয়োজন ‘‘ফিরে দেখা বিশ্বকাপ’’। ধারাবাহিকভাবে প্রচার করা হবে বিশ্বকাপের আগের ২০টি আসর। আজ প্রকাশ করা হচ্ছে তৃতীয় পর্ব।
হাঙ্গেরির টিটকস বিশ্বকাপের ফাইনালে ইতালির বিপক্ষে প্রথম গোলটি করেছিলেন। লিড দিলেও দলকে শিরোপা দিতে পারেননি
১৯৩৮ বিশ্বকাপ:
প্রথম বিশ্বকাপ আয়োজনের কথা ছিলো ফ্রান্সের। উরুগুয়ের স্বাধীনতা দিবসকে সম্মান দিতেই হয়নি। তবে দুই আসর পর ফিফা সভাপতি জুলেরিমে তার নিজের দেশে বিশ্বকাপ আয়োজন করতে সমর্থ হন। কিন্তু তাতেও ছিল শংকা। কারণ ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল প্রায় শুরু। নানা আশঙ্কার মাঝেও শেষ পর্যন্ত আয়োজিত হয় এ আসর। আর তাতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় ইতালি।
১৯৩৮ বিশ্বকাপে ব্যবহৃত বল
আগের দুই আসরের সফল আয়োজনের ফলে যুদ্ধ যুদ্ধ ভাবের মাঝেও দেশগুলো আগ্রহের কমতি ছিলো না। মোট ৫৪টি দেশ বাছাই পর্বে অংশ নেয়। তাতে নিয়ম অনুযায়ী ১৬টি দলকে নির্বাচন করা হয়। কিন্তু বিস্ময়করভাবে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে নিজেদের নাম সরিয়ে নেয় অস্ট্রিয়া। ফলে বাধ্য হয়েই ১৫টি দল নিয়ে আয়োজন করা হয় তৃতীয় বিশ্বকাপের। এবারও ইউরোপ থেকে সুযোগ পায় ১২টি দেশ -ইতালি, জার্মানি, হাঙ্গেরি, বেলজিয়াম, চেকোশ্লাভাকিয়া, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, রুমানিয়া, পোল্যান্ড, নরওয়ে ও স্বাগতিক ফ্রান্স। অস্ট্রিয়া নাম প্রত্যাহার না করলে হতো ১৩টি। লাতিন আমেরিকা থেকে শুধু ব্রাজিলই অংশ নেয়। কনকাকাফ থেকে কিউবা আর এশিয়া থেকে প্রথম দল হিসেবে সুযোগ পায় ডাস্ট ইস্ট ইন্ডিজ (বর্তমান ইন্দোনেশিয়া)।
বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে দেওয়া হয়েছিল পার্টিসিপেশন মেডেল
তবে বিতর্ক এবারও পিছু ছাড়েনি বিশ্বকাপকে। কারণ এ আসরও অনুষ্ঠিত হয় নকআউট পর্বে। মোট ১৫টি ম্যাচ হয় বিশ্বকাপে। ১৬টি হওয়ার কথা ছিল। কিন্তু অস্ট্রিয়া না আসায় ওয়াকওভার পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলে সুইডেন। ফ্রান্সের ৯টি স্টেডিয়ামে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। আগের আসরে অলইউরোপিয়ান কোয়ার্টার ফাইনাল হলেও এবার কোয়ার্টারে জায়গা করে নেয় ইউরোপের বাইরের দুটি দল-ব্রাজিল ও কিউবা। এবারই প্রথম স্বাগতিক দল বাদ যায় কোয়ার্টার ফাইনালে। ইতালির কাছে ৩-১ গোলের হেরে যায় ফ্রান্স। সেমিফাইনালেও ইতালির কাছে অপ্রত্যাশিতভাবে হারে হটফেভারিট ব্রাজিল। শেষ পর্যন্ত ফাইনালে খেলার সুযোগও পায় ইতালি। প্রতিপক্ষ হাঙ্গেরি। আর ফাইনালে ৪-২ গোলে হাঙ্গেরিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা যেতে আজ্জুরিরা। ব্রাজিল পায় তৃতীয় স্থান।
বাইসাইকেল কিক! সেটাও ১৯৩৮ সালে। ব্রাজিলের তারকা লিওনিডাস ডা সিলভা করেছিলেন গোলটি। ৩ ম্যাচে করেছিলেন সর্বাধিক ৭ গোল
বিশ্বকাপের দ্বিতীয় বিশ্বকাপে মোট ৮৪টি গোল হয়। এ বিশ্বকাপেই ২০০তম গোলটি করেন সুইডেনের ওয়াল্টার ট্রোয়েম। তবে সর্বাধিক গোল করেন ব্রাজিলের লিওনিডাস ডা সিলভা। একাই ৭টি গোল করেন এ ব্রাজিলিয়ান। এ কীর্তি গড়েছেন মাত্র ৩ ম্যাচ খেলেই। আগের আসরের মতো এবারও ইতালির কোচ ছিলেন ভিত্তরিও পোজ্জো। এখন পর্যন্ত টানা দুই আসরে বিশ্বকাপ জয়ী একমাত্র কোচই তিনি। এছাড়া এ আসরে অংশ নেওয়া ইন্দোনেশিয়া ১ ম্যাচ খেলে বাদ পরে। এরপর আর কোন আসরে খেলার সুযোগ হয়নি দেশটির। বিশ্বকাপে সুযোগ পেয়ে সবচেয়ে কম ম্যাচ খেলার রেকর্ডও এটি।


