৪৫ তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্বারক ২০১৬ প্রদান অনুষ্ঠান

বার্তা বিভাগঃ বিজয়ের এই মাসে সকল বীর শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে গত ২১ ডিসেম্বর রাজধানীর উত্তরার দক্ষিণখানে ক্রাইম পেট্রোল বিডি’র বার্তা বাণিজ্যিক কার্যালয়ে ৪৫ তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্বারক ২০১৬ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সি.পি.ইনভেষ্ঠিগেশন লিঃ ও ক্রাইম পেট্রোল বার্তা সংস্থা । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওর্‍্যাড কাউন্সিলর মোঃ আফছার উদ্দিন খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর এর মাহামুদা ইদ্রিস ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুকুল গাজী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রাইম পেট্রোল বিডি এর সম্পাদক ও সি.পি.ইনভেষ্ঠিগেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চোধুরী আরো সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা । মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদের কথা স্মরণ করে সমাজ সেবায়, সাংবাদিকতায়, তথ্য ও প্রযুক্তি,নারী সমাজে বিশেষ অবদান ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় ।