 
		  জেলা প্রতিবেদকঃ কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিহাব আলী (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) দিনগত রাতে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের সাইফুন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
শিহাব একই উপজেলার চুনিয়াপাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে।তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম  জানান, বুধবার দিনগত রাতে কুষ্টিয়ার বিত্তিপাড়া থেকে শ্যালো ইঞ্জিনচালিত একটি আলমসাধুতে করাত মিলের কাঠের গুড়া নিয়ে আসছিলেন শিহাব। পথে ঘটনাস্থলে এলে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আলমসাধুটির নিচে চাপা পড়ে শিহাব গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
      


 
			 
			 
			 
			