
বিশেষ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে ক্রেতা সেজে ১৫ বোতল ফেন্সিডিলসহ সারোয়ার (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার এএসআই আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাসিক ৮নং ওয়ার্ডের এনায়েত নগর এলাকায় রোলিং মিলের সামনে ফেন্সিডিল কেনা-বেচা হচ্ছে। পরে উক্ত সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে আমি ঘটনাস্থলে যাই। এসময় সারোয়ারকে মাদকসহ হাতে-নাতে আটক করলেও পালিয়ে যেতে সক্ষম হয় অপর মাদক ব্যবসায়ী পারভেজ।পরে তার কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো অন্য জায়গা থেকে এখানে আনা হয়েছিলো খুচরা বিক্রির জন্য। এর সাথে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে।তদন্তের স্বার্থে আমরা আপাতত বিস্তারিত কিছু জানাতে পারছি না। তবে এবিষয়ে অভিযান অব্যাহত আছে।আটক সারোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান