আবারও বাড়লো সারাদশে ডেঙ্গুর রোগী

বিশেষ সংবাদদাতাঃ রাজধানীসহ সারাদেশে আবারও বাড়ল ডেঙ্গু রোগীর সংখ্যা । শনিবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (১৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন । তাদের মধ্যে রাজধানীর ৪১টি হাসপাতালে ৭৩৪ জন ও বিভিন্ন বিভাগীয় শহরের হাসপাতালে ৯৭২ জন ভর্তি হয়েছেন ।
বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৭ হাজার ১৬৮। তাদের মধ্যে রাজধানীতে ৩ হাজার ৬৬৮ ও বিভাগীয় শহরের হাসপাতালে ৩ হাজার ৫০০ জন রোগী ভর্তি রয়েছেন ।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তারের কাছে জানতে চাইলে তিনি এসব তথ্য জানান ।
তিনি জানান, গত ১ জানুয়ারি থেকে আজ (১৮ আগস্ট, রোববার) পর্যন্ত সারাদেশের হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৩ হাজার ১৮২। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ৯৭৪ জন ।