আরও তিন বছর আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল হক

নিজস্ব প্রতিবেদক : আরও তিন বছর আইন কমিশনের চেয়ারম্যান থাকছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। খায়রুল হককে পুনর্নিয়োগ দিয়ে সম্প্রতি আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে আদেশ জারি করা হয়। আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে খায়রুল হকের মেয়াদ আগামী ২৩ জুলাই শেষ হচ্ছে। আগামী ২৪ জুলাই থেকে পরবর্তী তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে তাকে। এ পদে অধিষ্ঠিত থাকাকালীন খায়রুল হক বাংলাদেশের প্রধান বিচারপতির বেতন-ভাতা প্রাপ্ত হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০১৩ সালের ২৪ জুলাই তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ পান খায়রুল হক। এরপর ২০১৬ সালে মেয়াদ শেষে মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়।

আইন কমিশন হলো বাংলাদেশে প্রচলিত আইন পুনর্নিরীক্ষণ এবং প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ পেশ করার উদ্দেশ্যে জাতীয় সংসদে প্রণীত আইনবলে গঠিত একটি স্বাধীন প্রতিষ্ঠান। আইন কমিশনের প্রধান কাজ হচ্ছে সব আইন সর্বদা বিবেচনায় রেখে বিভিন্ন ক্ষেত্রে আইন সংস্কার কর্মসূচি গ্রহণ করা