ইউরোপ সফরে পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: ইউরোপ সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জার্মানি, ফ্রান্স, আজারবাইজান, ইতালি ও গ্রিসের উদ্দেশে বুধবার (১৬ অক্টোবর) ঢাকা ছেড়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, জার্মানি দিয়ে ইউরোপ সফর মুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি।

এছাড়া জার্মানিতে বিজনেস সেমিনারেও যোগ দেবেন ড. মোমেন। জার্মানি থেকে ফ্রান্সে যাবেন পররাষ্ট্রমন্ত্রী। ফ্রান্সে ইকনোমিক ফোরামের বৈঠকে যোগ দেওয়ার পর সেখান থেকে তিনি যাবেন আজারবাইজানে।

দেশটিতে অনুষ্ঠেয় ন্যাম সামিটে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও যোগ দেওয়ারও কথা রয়েছে।

এরপর ইতালি ও  গ্রিস সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ইউরোপের দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য নিয়ে বৈঠক ছাড়াও রোহিঙ্গা সংকটে তাদের সহায়তা চাইবেন পররাষ্ট্র মন্ত্রী। সফর শেষে আগামী ৩০ অক্টোবর তিনি ঢাকায় ফিরবেন।