করোনায় কি বলছেন বাড়িওয়ালা,কি ভাবছেন ভাড়াটিয়া

করোনা

মোঃআঃসালামঃ করোনায় বাড়িওয়ালারা যা বলছেন, ভাড়াটিয়ারা ভাড়া দিলে আমরা চাল ডাল নিত্ত্য প্রয়োজনীয় জিনিস কিনে ও পরিবার পরিজন নিয়ে বেচে থাকার একটা অবলম্বন।ভাড়াটিয়া ভাড়া না দিলে আমরা কি করে আমাদের পরিবার চালাবো আমদের পরিনাম হতেপারে ভয়াবহ। আমাদের দিতে হয় কারেন্ট,গ্যাস ও পানির বিল। এ সব কিছুর খরচ দিয়ে কয় টাকা আয় রোজগার আছে আমাদের? যদি আমাদের কে কোন ভাড়াটিয়া ভাড়া না দেয় তাহলে আমরাও ত্রান গ্রহনের অবস্থানে চলে যাবো।

অন্যদিকে,ভাড়াটিয়ারা যা বলছে, আমাদের সকল আয় রোজগার পথ বন্ধ হয়ে গেছে।আমরা নিন্ম আয়ের লোক,খেটে খাওয়া অসচ্ছল পরিবার,টাকা পাবো কোথায়।ত্রান সামগ্রী দিয়ে চলছে আমাদের সংসার,বাড়ীওয়ালাদের প্রতি মাসে মাসে নিয়মিত ভাড়া পরিষোধ করলেও এপ্রিল মাসের ভাড়া দাবি করছেন কোন কোন বাড়ীওয়ালা এখনও।নাম প্রকাশ না করার শর্তে এক ভাড়াটিয়া জানান,দুঃখও পরিতাপের বিষয়,আমার বাড়িওয়ালার ৩\৪ টা বাড়ি থাকা সত্তেও আমাকে এসে বাড়ির মালিক বলেন ভাই ২-১ দিনের ভিতর ভাড়ার ব্যবস্থা করবেন। আমি বললাম ভাই আমাকে এবারের মত মাফ করুন, দেশের পরিস্থিতি ভালো হলে আপনার ভাড়া পরিশোধ করবো।আমরা এই ভাড়টিয়ার কথায় অনুসন্ধানে নামি।তাতে জানা যায় সব বাড়িওয়ালাদের কথার ধরন এক। তা হলে কি হবে ভাড়টিয়াদের

চোখ রাখুন, আনুসন্ধান চলছে