জিগাতলায় সড়কে মানববন্ধন করেছেন ট্যানারি শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি : হাজারীবাগের ট্যানারিতে বিদ্যুৎ ও গ্যাসসংযোগ বন্ধ ঘোষণার প্রতিবাদে রাজধানীর জিগাতলায় সড়কে মানববন্ধন করেছেন ট্যানারি শ্রমিকরা।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা জিগাতলা বাসস্ট্যান্ডে মানববন্ধন করেন। সেখানে শ্রমিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনের ফলে জিগাতলা-শংকর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তি পড়ে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়ে রাজধানীর অন্যান্য সড়কে।

ফিনিস লেদার এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মাহি বলেন, ‌‌‘আমরা কোর্টের আদেশকে সম্মান করি। কিন্তু সাভার ট্যানারি শিল্পাঞ্চলে সব সুযোগ সুবিধা নিশ্চিত না করে আগামী ৬ এপ্রিল হাজারীবাগে  বিদ্যুৎ ও গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হলে সারাদেশে ট্যানাারি শিল্প বন্ধ করে দেওয়া হবে। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’