"আহারের ফেরিওয়ালা"

তোমার জন্যই আজ এত দূর আসতে পেরেছি বাবা

রেজাউর রহমান চৌধুরী(মুহম্মদ আল-আমিন)ঃ একটি উদ্যোগ ছোট পরিসরে চালু করেছিলাম আমরা কিছু বন্ধুরা মিলে। সেই চেষ্টা আর উদ্যোগকে আলো দিয়েছে আমার ভালোবাসার মানুষটি, আমার বাবা।

আমার পথ চলায় সাহস আর শক্তি ছিল আমার বাবা বীরমুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী। প্রতিটি বিষয় হাতে হাত রেখে পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করেছেন।

মানুষের পাশা থাকা, মানুষের জন্য কিছু করা ছিল বাবার স্বপ্ন, অর্থ আর সামর্থ্য যতটুকু ছিল করেছেন, এখনো করে যাচ্ছেন।

করোনা মহামারিতে আমরা বন্ধুরা মিলে সংগঠক করি একটি স্বেচ্ছাসেবী সংগঠন “আহারের ফেরিওয়ালা”। আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সব কিছু দিয়ে এগিয়ে আসেন বাবা।

তাই আজ আমার লেখাটি শুধু বাবা’র জন্য, অমূল্য এক সম্পদ বাবা-মা, তাদের পাশে থাকি ভালোবাসি। অনেক বার বলবো বলেও বলা হয় না, কিন্তু আজ বলছি বাবা তোমাকে অনেক ভালোবাসি।

লেখাঃ রেজাউর রহমান চৌধুরী (মুহম্মদ আল-আমিন)