ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জিও‌নের স্বীকারোক্তি

ঢাকা: বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন আ‌রেক আসামি মেফতাউল ইসলাম জিওন।

শুক্রবার (১১ অ‌ক্টোবর) ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট মো. সারাফুজ্জামান আনছারীর আদাল‌তে জবানব‌ন্দি দেন তিনি। প‌রে তা‌কে কারাগা‌রে পাঠান আদালত।

স্বীকা‌রো‌ক্তি দেওয়া আসা‌মি মেফতাউল ইসলাম জিওন বু‌য়েট শাখা ছাত্রলী‌গের উপ-ক্রীড়া সম্পাদক।

এর আ‌গে বৃহস্প‌তিবার স্বীকা‌রো‌ক্তি দেন আরেক আসা‌মি ইফ‌তি মোশাররফ সকাল। যি‌নি ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক।

শুক্রবার এ মামলায় গ্রেফতার আ‌রেক আসা‌মি মিজানুর রহমান মিজান‌কেও আদাল‌তে হাজির করা হয়। ত‌বে তার বিরু‌দ্ধে রিমান্ড আ‌বেদন না থাকায় তা‌কে কারাগা‌রে পাঠা‌ন আদালত।

গত ৮ অক্টোবর সকাল, জিওনসহ এ মামলায় বুয়েট ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগ নেতাদের হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। এ ঘটনায় পরদিন নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।