বক্স অফিসে অপরাজেয় ‘তানহাজি’, পরাস্ত অন্যরা

বিনোদন ডেস্কঃ ‘তানহাজি’র জয়রথের গতি থামছেই না। ১০ জানুয়ারি বক্স অফিস দখল করার পর এখন পর্যন্ত ২৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে এর আয়। এরপর একে একে বক্স অফিসে হানা দিয়েছে ‘ছপাক’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’, ‘পঙ্গ’, ‘জওয়ানি জানেমন’। কিন্তু বক্স অফিসের কর্তৃত্ব ছাড়তে নারাজ ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’।
নতুন সিনেমা পুরনোকে কোণঠাসা করার পরিবর্তে পুরনোর চাপে নতুনের ব্যবসায় ঘাটতি দেখা যাচ্ছে বলিউডে। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট বার্তায় বলেন, তানহাজি ২৫০ কোটি রুপির মাইলফলক পেরিয়ে গেছে। কয়েকটি সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় এখনো শক্ত অবস্থানেই আছে সিনেমাটি। চতুর্থ শনি ও রোববারেও এর আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ২৭৫ কোটি রুপি আয় হাতছানি দিচ্ছে। এখন পর্যন্ত সিনেমাটির আয় হয়েছে ২৫৩ কোটি ৭২ লাখ রুপি।
চলতি সপ্তাহের নতুন সিনেমা কঙ্গনা রনৌতের ‘পঙ্গ’ এবং সাইফ আলি খানের ‘জওয়ানি জানেমন’। দ্বিতীয় সপ্তাহ শেষে ‘পঙ্গ’ আয় করেছে ২৫ কোটি ৬৪ লাখ রুপি। আর ‘জওয়ানি জানেমন’র আয় পৌঁছেছে ১৪ কোটি ৮৬ লাখ রুপিতে।
এদিকে প্রভু দেবার অনেক সাড়া জাগানো সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ভালোই আয় করে চলেছে। বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ৬৭ কোটি ৬১ লাখ রুপি।
অজয় দেবগণের শততম সিনেমা ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’র পর ইতোমধ্যে নতুন সিনেমার মুক্তির তারিখ ঘোষিত হয়েছে। অজয়ের পরবর্তী সিনেমা ‘ময়দান’ মুক্তি পাবে চলতি বছরের ১১ ডিসেম্বর।