বঙ্গবন্ধু খুনিদের ফিরিয়ে নিয়ে আনার প্রচেষ্টা সরকার চালিয়ে যাচ্ছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: যেকোনো মূল্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফিরিয়ে নিয়ে আনার প্রচেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর চৌধুরীর বিষয়ে তথ্য সরবরাহের বিষয়ে কানাডার আদালত রায় দেওয়ার পর বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

খুনি নূর চৌধুরী কানাডায় কীভাবে বসবাস করছেন তা বাংলাদেশ সরকার দেশটির সরকারের কাছে জানতে চেয়েছিল। কানাডার ফেডারেল আদালত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে।

সেই খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উদ্যোগ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটার (বঙ্গবন্ধুর পতালত খুনিদের ফেরানো) জন্য একটি কমিটি রয়েছে। সেই কমিটির সভাপতি হিসেবে আইনমন্ত্রী কাজ করছেন, সেখানে আমিও একজন সদস্য।

‘আমরা যেকোনো মূল্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর খুনি যে যেখানে আছেন তাদের ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’