বোরহানউদ্দিনে ইউ.এনও কর্মচারীকে পিটিয়ে হাত ভাঙ্গার পর এবার বেতন বন্ধ

ভোলা/বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
বোরহানউদ্দিনে ইউওএনও অফিসের নোটিশ জারিকারক আমিনুল ইসলামের কে পিটিয়ে হাত ভেঙ্গে ও ক্ষ্যান্ত হননি উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুল কুদ্দুস। এবার বেতন ভাতাও বন্ধ করে দিলেন আহত কর্মচারীর।
এঘটনায় ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সুত্রেমতে জানাযায়- ১৯শে অক্টোবর গনশুনানি কালে দেড়’শ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তুলে এ জারিকারকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে প্রকাশ্যে রোলার দিয়ে অমানুষিক নির্যাতন করে বাম হাত ভেঙ্গে দেয়। এঘটনায় আহত জারিকারক ভোলা সদর হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন ছিলেন। এদিকে ইউওএনও এ ধরনের কর্মকান্ডে বিচার চেয়ে গত রবিবার ভোলা জেলা ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারী সমন্বয় পরিষদ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। এতে ক্ষুদ্ধ হয়ে উপজেলা নির্বাহি অফিসার তার বেতন ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
আমিনুল ইসলাম জানায়, তার বেতন ভাতা বন্ধ করে দেয়ায় স্ত্রী সন্তান নিয়ে তাকে এখন পথে বসতে হবে।
এ দিকে আরেকটি সূত্র জানায়, ইউ,এনও ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্ন লোকজন দিয়ে আমিনুলকে চাপ প্রয়োগ করছে।