মিরপুর বস্তিতে আগুনে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদকঃ মিরপুর চলন্তিকা মোড় সংলগ্ন ঝিলপাড় বস্তির আগুনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রধান করা হয়েছে উপ-পরিচালক (অ্যাম্বুলেন্স) আবুল হোসেনকে। বাকি দুই সদস্য হলেন- সহকারী পরিচালক (অপারেশন্স) আব্দুল হালিম এবং উপ-সহকারী পরিচালক (ঢাকা জোন-২) নিয়াজ আহমেদ।

কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি)।

তদন্ত কমিটির সদস্য উপ-সহকারী পরিচালক (ঢাকা জোন-২) নিয়াজ আহমেদ বিষয়টি বাংলনিউজকে নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে বস্তিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের চেষ্টায় তিন ঘণ্টা পর রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আর রাত আনুমানিক দেড়টা নাগাদ আগুন পুরোপুরি নির্বাপন সম্ভব হয়।