মুজিববর্ষে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী

জেষ্ঠ্য প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রী টেলিফোন করে এ শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে একথা জানান। ইহসানুল করিম বলেন, লোটে শেরিং বিকেলে প্রধানমন্ত্রীকে টেলিফোন করে তাকে এবং বাংলাদেশের জনগণকে মুজিববর্ষের শুভেচ্ছা জানান। এসময় ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভুটানের জনগণও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছে।
এক হাজার ‘ঘি’-এর প্রদীপ জ্বালিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্য প্রার্থনা করা হয়েছে বলেও শেখ হাসিনাকে জানান ভুটানের প্রধানমন্ত্রী।
জবাবে শেখ হাসিনা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করায় ভুটানের প্রধানমন্ত্রী ও দেশটির জনগণকে তার আন্তরিক ধন্যবাদ জানান।
টেলিফোনে আলাপকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।