রাজধানীতে একটি বাসা থেকে এক বৃদ্ধা (৭০) ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুর-২ নম্বরের (ব্লক-এ, রোড ২) একটি বাসা থেকে এক বৃদ্ধা (৭০) ও গৃহকর্মীর (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিরপুর মডের থানা পুলিশ।
ঘটনাস্থল থেকে মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোহাম্মদ আক্তার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে মিরপুর-২ এর ‘এ’ ব্লকের ২ নম্বর রোডের একটি বাসার চারতলা থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে।
মিরপুর ডিভিশনের উপ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, মিরপুরের দুটি মরদেহ উদ্ধারের ঘটনা প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। দুয়েকদিন আগে ওই কাজের মেয়ে এ বাসায় কাজে এসেছে। নিহত বৃদ্ধার সঙ্গে আর কেউ থাকতো কী-না সেটা এখনো জানতে পারিনি। তবে তার একটা পালক ছেলে ছিল, সব সময় যাওয়া-আসা করত। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিস্তারিত ঘটনা আরো জানার চেষ্টা করা হচ্ছে।