রেনু হত্যাকাণ্ডঃ তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদকঃ ছেলেধরা সন্দেহে রাজধানীর উত্তর বাড্ডায় তাসলিমা বেগম রেনু নামে এক নারীকে পিটিয়ে হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়েছে। ২৭ অক্টোবর ফের দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিন ধার্য থাকলেও প্রতিবেদন দাখিল করেননি মামলার তদন্ত কর্মকর্তা। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে দিন নির্ধারণ করেন।

বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী এ তথ্য জানিয়েছেন।

গত ২০ জুলাই সকালে ছেলেধরা সন্দেহে উত্তর বাড্ডার একটি স্কুলের বাইরে রেনুকে বেধরক পেটানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওইদিনই বাড্ডা থানায় অজ্ঞাতপরিচয়ের ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রেনুর ভাগ্নে নাসির উদ্দিন।

রেনুর স্বজনদের দাবি, নিজের মেয়েকে ভর্তি করাবেন বলে খোঁজ নিতে বাড্ডার ওই স্কুলে গিয়েছিলেন রেনু। পরে সেখানে তিনি গণপিটুনির শিকার হন।

এদিকে, এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে শুরুতেই আটক করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।