শেকৃবির ওয়েবসাইটে সমস্যা, মাশুল গুণছে ভর্তিচ্ছুরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় ভোগান্তিতে পড়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা। সার্ভারে কারিগরি ক্রটির কারণে ভর্তি পরীক্ষার এডমিট কার্ড তুলতে পারেননি অনেক ভর্তিচ্ছুক শিক্ষার্থী। এমনকি আবেদন করার পরেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না।

বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিযোগ, অনলাইনে আবেদন শেষে বিকাশ/রকেটে টাকা পেমেন্ট (টাকা পরিশোধ) করার পরও পেমেন্টের মেসেজ আসছে না। ফলে এডমিট কার্ড তোলা যাচ্ছে না। এতে আবেদন ফি জমা দেয়ার পরও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না তারা।

এছাড়া অনেকে স্ক্রিন করে ছবি দিলেও এডমিট কার্ডে ছবি আসছে না। ওয়েবসাইটে পাসওয়ার্ড দিলে কাজ হচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। এডমিট কার্ডে ভর্তি পরীক্ষার তারিখও ভুল আসছে।

সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কমিটিতে টেকনিক্যাল সেক্টরে যাদেরকে দায়িত্বে রাখা হয়েছে তাদের বেশিরভাগ টেকনিক্যাল দিক থেকে অনভিজ্ঞ। যার ফলেই এমনটা হচ্ছে বলে অনেকের ধারণা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দর আলী বলেন, সার্ভারে যেসব সমস্যা দেখা দিয়েছে সেগুলো চিহ্নিত করে সমাধানের প্রক্রিয়া চলছে। পেমেন্ট করেছে যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী তাদেরকে পরীক্ষা দেয়ার সুযোগ দেওয়া হবে। প্রয়োজনে তাদের আবারও মেসেজের মাধ্যমে জানানো হবে। এডমিট কার্ডও দেয়া হবে।

ভর্তি কমিটির সদস্য সচিব নূর মো. রহমতুল্লাহ বলেন, এখন পর্যন্ত ৫৭৩ জন আবেদনকারীর বিভিন্ন সমস্যার সমাধান করা হয়েছে। যারা টাকা পরিশোধ করতে গিয়ে ব্যর্থ কিংবা সমস্যায় পড়েছে তারা মূলত নির্দিষ্ট তারিখ ও ওয়েবসাইটে প্রদত্ত ফ্লোচার্ট মেনে পেমেন্ট করেনি বিধায় এমন সমস্যা হয়েছে।