সন্ত্রাস দমনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদকঃ বাংলাদেশ সন্ত্রাস দমনে শ্রীলঙ্কাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনে রাখা শোকবইয়ে স্বাক্ষর করে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় শ্রীলঙ্কার হাইকমশিনার ক্রিসানথে ডি সিলভা উপস্থিত ছিলেন।

গত রোববার ইস্টার সানডের দিন কয়েকটি গির্জা ও হোটেলে একযোগে চালানো হামলায় সাড়ে তিনশরও বেশি প্রাণহানির ঘটনায় এ শোকবই খোলে শ্রীলঙ্কার হাইকমিশন।

স্বাক্ষরকালে ড. মোমেন সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সবধরনের ‘জিরো টলারেন্স’ নীতি উল্লেখ করেন। এ সময় বাংলাদেশ সন্ত্রাস দমনে শ্রীলঙ্কাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলে এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালনেরও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এ দুঃসময়ে শ্রীলঙ্কার সরকার ও জনগণের পাশে থাকারও আশ্বাস দেন। এ ছাড়া তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।