সাক্ষাৎ করেন খালেদা জিয়ার সঙ্গে দলীয় তিন সংসদ সদস্য

বিশেষ সংবাদদাতাঃ কারা হেফাজতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাক্ষাৎ করেছেন দলীয় তিন সংসদ সদস্য।

মঙ্গলবার (১ অক্টোরব) সন্ধ্যায় দলের তিন সংসদ সদস্য হারুন-অর-রশীদ, উকিল আব্দুস সাত্তার ও আমিনুল ইসলাম সেখানে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
হারুন-অর-রশীদ বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) খুব অসুস্থ। তিনি উঠে দাঁড়াতে পারেন না। তার সঙ্গে রাজনৈতিক বা অন্য কোনো আলোচনা হয়নি।

উকিল আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের সঙ্গে আমরা তিনজন সাক্ষাৎ করেছি। বুধবার (২ অক্টোবর) অন্য চার সংসদ সদস্য তার সঙ্গে দেখা করার কথা রয়েছে। মঙ্গলবার তারা ঢাকায় ছিলেন না। তাছাড়া একসঙ্গে এতজন দেখা করাও সম্ভব না।
খালেদা জিয়ার সঙ্গে কী আলাপ হয়েছে? জানতে চাইলে তিনি বলেন, তার শারিরীক যে অবস্থা তাতে তার সঙ্গে কোনো আলাপ করাই যায় না। তবুও আমরা কুশল বিনিময় করেছি। তিনি আমাদের সবাইকে মিলে মিশে থাকতে বলেছেন। আর দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন। আমরা আধঘণ্টা মতো সেখানে ছিলাম।