২০২০ সালের নতুন বই বিতরন করলেন চট্রগ্রাম দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা

মোঃ আসাদুল ইসলাম চট্রগ্রাম প্রদিনিধি: আজ ০৩.০১.২০২০ তারিখ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় চট্রগ্রাম বন্দর ৩৮ নং ওয়ার্ড ওয়াশীল চৌধুরী পারা ফেরদৌস চৌধুরী ভবন দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে নতুন বছর ২০২০ সালের নতুন বই বিতরন করলেন চট্রগ্রাম দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত করেন ,মাওলানা আরিফুল ইসলাম অধ্যক্ষ দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা এবং সঞ্চালনায় ছিলেন,সিনিয়র শিক্ষক মোঃ ইয়াকুর মিয়া ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ডঃ শফিকুর রহমান আল-আযহারী ,প্রফেসর কুরআনিক সাইন্স এ্যান্ড ইসলামিক স্টাডিস আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ,মোজাম্মেল হক চৌধুরী ,সভাপতি বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ চট্রগ্রাম মহানগর,মাওলানা শফিউল মোস্তফা ,খতিব গোলাম নবী মালম জামে মসজিদ, ৩৮ নং ওয়ার্ড ওয়াশীল চৌধুরী পারা, বন্দর চট্রগ্রাম,মোঃআসাদুল ইসলাম ,ক্রাইম পেট্রোল বিডি চট্রগ্রাম প্রতিনিধি ,মোঃমহিউদ্দিন ,সেক্রেটারী কর্নফুলী আইডিয়াল স্কুল চট্রগ্রাম,মোঃ আব্দুর রহিম, শিক্ষক , দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা,মোঃহাসান শিক্ষক দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ।

এছারা ও মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রী ও তাদের আভিবাবক গন এবং এলাকার জনগন উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানে বক্তাদের বক্তবে তুলে দরে ২০২০ সালের নতুন বই বিতরন মাননীয় প্রধান মন্ত্রীর একটি যুগান্তরী প্রদক্ষেপ এবং এ দারা চলছে চলবে ।

২০২০ সালের নতুন বই পেয়ে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা আনন্দ প্রকাশ করেন ।