
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যাত্রা বাতিল হওয়া ট্রেনের অগ্রিম টিকিটের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে।
শুক্রবার (২৫ জুন) সকাল থেকে টিকিট কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্ত টিকিটের টাকা ফেরত নিতে পারবেন টিকিটগ্রহীতারা।
বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব যাত্রী সাধারণ চলতি মাসের ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট কিনেছেন তাদের ২৫ আগামী থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট ফেরত দিয়ে টিকিটে উল্লিখিত সমপরিমাণ টাকা ফেরত নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
গত ২২ জুন রাত ১২টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী ট্রেন বন্ধের ঘোষণা দেওয়া হয়।