অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য, হাসপাতালে ভর্তি!

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক পুলিশ সদস্য।মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহত পুলিশ সদস্যের নাম গোলাম কিবরিয়া(২৫)। তিনি রংপুর শহরের পার্কের মোড় এলাকার মকবুল হোসেনের ছেলে ও রংপুর পুলিশ লাইনসে কনস্টেবল (কং নং-৪৫৫) পদে কর্মরত।আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় জানান, রংপুর পুলিশ লাইনসের কনস্টেবল গোলাম কিবরিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে অস্থায়ী ক্যাম্পে দায়িত্বরত। মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ থেকে ফাইভ স্টার পরিবহনের বুড়িমারীগামী একটি বাসে রংপুর যাচ্ছিলেন তিনি।পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পকেটে থাকা ১২ হাজার টাকা ও একটি মোবাইল সেট খোয়া যায় তার। রংপুরে নামার কথা থাকলেও ঘুমিয়ে থাকা পুলিশ সদস্য আদিতমারী পর্যন্ত চলে আসেন। পরে বাসের সুপারভাইজার আদিতমারী বুড়ির বাজারে তাকে নামিয়ে দিলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে তার কিছুটা সংজ্ঞা ফিরে এলে পরিচয় জানতে পারেন চিকিৎসকরা। পরে খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ তার চিকিৎসার খবর নিয়ে রংপুর পুলিশ লাইনসে জানায়।আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারী মেডিক্যাল অফিসার আব্দুস সালাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।