কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সিএনজি অটোরিকশা এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় তিন জন গুরুতর আহত হয়েছেন।
রোববার দুপুর ৩টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পাচঁলঘোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার পুটিয়া গ্রামের জহুর আলীর ছেলে হাসিম (৩৫) ও অজ্ঞাত মহিলা (৪৫)। এ সময় অটোরিকশায় থাকা আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, তানজিনা (১৮), তানিয়া ইসলাম (১৮) ও আবু তাহের (৪৮)। তারা সবাই কটিয়াদী উপজেলার বাঘরাইট ও পাঁছচ গাতিয়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব থেকে অটোরিকশা পাঁচ জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জ যাওয়ার পথে পাচঁলঘোটা নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা পিকআপ ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি যাত্রীসহ উল্টে এ হতাহত হয়।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের কটিয়াদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।