
বিবাহিত দম্পতি এবং যাঁরা সহবাস করেন, তাঁরা তুলনায় কম মাত্রায় মদ্যপান করেন। অন্যদিকে, যাঁরা ‘সিঙ্গল’ তাঁদের মদ্যপানের পরিমাণ অনেক বেশি। না, কোনও গুজব নয়, একথা জানাচ্ছে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা।
এই স্টাডির মুখ্য প্রবক্তা ডায়ানা ডিনেস্কু-র মতে, ঘনিষ্ট সম্পর্কে আবদ্ধ ব্যক্তিদের মধ্যে মদ্যপানের আসক্তি তুলনামুলকভাবে অনেকখানি কম। তাঁর আগের গবেষণাগুলিতে এটা বলা হয়েছে যে, বিবাহিত ব্যক্তিরা ‘সিঙ্গল’ বা ‘ডিভোর্সি’-দের তুলনায় কম মদ্যপান করেন। স্টাডিতে এটাও বলা হয়েছে যে, স্বভাবতই যাঁরা কম মদ্যপান করেন তাঁরা জীবনে বিবাহ করতে আগ্রহী হন।
এই স্টাডিটি করার সময়ে ডায়ানা এবং তাঁর সহকর্মীরা ২৪২৫ জোড়া নারী ও পুরুষ-এর মধ্যে একটি সমীক্ষা চালিয়েছেন, যাঁদের মধ্যে জিনগত ও পরিবারগত মিল আছে। এইভাবে নারী ও পুরুষের জুটি নিয়ে স্টাডি করার কারণ হিসেবে ডায়ানা বলেছেন, নারী ও পুরুষকে জুটি হিসাবে ব্যবহার করলে তাদের মধ্যেকার জিনগত বৈশিষ্ট্যগুলি প্রকট হতে থাকে। ফলে বৈবাহিক সম্পর্ক মদ্যপানের প্রবণতাকে কতখানি প্রভাবিত করতে পারে, তা বোঝা যায়।
আশ্চর্যজনকভাবে রিসার্চে এও বলা হয়েছে, বিবাহিত ব্যক্তিদের তুলনায় শুধুমাত্র সহবাসে লিপ্ত ব্যক্তিরা বেশি মদ্যপান করেন। তাহলে বলতেই হয়, ‘লিভ ইন’ রিলেশনে না থেকে বিয়েটা বরং সেরেই ফেলুন।