অধিনায়ক হিসেবে প্রথম ফিফটি মাহমুদউল্লাহর

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে :

স্কোর: ৪৬৭/৭ (১১৮ ওভার)

মাহমুদউল্লাহ-সানজামুলের ব্যাটে পাঁচশর আশা: দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারিয়ে সাড়ে চারশর আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ সপ্তম ব্যাটসম্যান হিসেবে রান আউট হওয়ার সময় বাংলাদেশের রান ৪১৭।

তবে অষ্টম উইকেটে প্রতিরোধ গড়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও অভিষিক্ত সানজামুল ইসলাম। এরই মধ্যে এই জুটি পঞ্চাশ ছুঁয়েছে। বাংলাদেশও পাঁচশর আশা দেখছে। লাঞ্চ বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৪৬৭ রান। অধিনায়কত্বের অভিষেকে ফিফটি থেকে ১ রান দূরে আছেন মাহমুদউল্লাহ। ২৩ রানে অপরাজিত আছেন সানজামুল।

মাহমুদউল্লাহ-সানজামুল জুটির ফিফটি: অষ্টম উইকেটে পঞ্চাশ রানের জুটি গড়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও অভিষিক্ত সানজামুল ইসলাম। লাঞ্চের আগে ৫০ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন এই দুজন।

সাড়ে চারশ পার: দিলরুয়ান পেরেরার বলটা কাউ কর্নারের ওপর দিয়ে সীমানার ওপাড়ে আছড়ে ফেললেন মাহমুদউল্লাহ। আর এই ছয়ে সাড়ে চারশ ছাড়াল বাংলাদেশের সংগ্রহ। ১১২.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৪৫৩ রান। মাহমুদউল্লাহ ৪১ ও অভিষিক্ত সানজামুল ইসলাম ১৭ রানে ব্যাটিংয়ে।

রান আউটে কাটা মিরাজের ইনিংস: হেরাথের অফ স্টাম্পের বাইরের বল কাট করে ব্যাকওয়ার্ড পয়েন্টে পাঠালেন মাহমুদউল্লাহ। দুই রান খুব সহজেই নিয়ে নিয়েছিলেন মাহমুদউল্লাহ। নন স্ট্রাইক প্রান্ত থাকা মেহেদী হাসান মিরাজ তৃতীয় রানের জন্য কল দিলেন। নিরুপায় মাহমুদউল্লাহও তার ডাকে দেন সাড়া। কিন্তু নিজের ভুল ডাকে বিপদ টেনে আনেন মিরাজ। ড্রাইভ দিয়েও উইকেট বাঁচাতে পারেননি। ২০ রানেই শেষ তার ইনিংস। তিনি আউট হওয়ার সময় বাংলাদেশের রান ৭ উইকেটে ৪১৭। নতুন ব্যাটসম্যান সানজামুল ইসলাম।

চারশ পেরিয়ে বাংলাদেশ: লাকমালের বলে স্ট্রেইট ড্রাইভে বল বাউন্ডারিতে পাঠালেন মেহেদী হাসান মিরাজ। আত্মবিশ্বাসী এক শটে প্রথম বাউন্ডারির স্বাদ পান মিরাজ। সেই সাথে বাংলাদেশের রানকে নিয়ে যান চারশর ঘরে। ১০০ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৪০৪।

উইকেট উপহার দিলেন মোসাদ্দেক: এগিয়ে এসে মারতে গিয়ে মিড অনে ক্যাচ দেন মোসাদ্দেক হোসেন সৈকত। নিজের উইকেট হেরাথকে উপহার দিলেন ডানহাতি এ ব্যাটসম্যান! সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। দ্রুত ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে বাংলাদেশ। মোসাদ্দেকের আউট হওয়ার সময় বাংলাদেশের রান ৬ উইকেটে ৩৯০। নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ।

হেরাথ ফেরালেন মুমিনুলকে: পারলেন না মুমিনুল। ডাবল সেঞ্চুরির স্বাদ পেতে আজ দরকার ছিল মাত্র ২৫ রান। কিন্তু থেমে গেলেন মাত্র ১ রান যোগ করেই। রঙ্গনা হেরাথে বলে শর্ট লেগে ক্যাচ দেন মুমিনুল। ২১৬ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১৭৬ রান করে সাজঘরে ফেরেন। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সর্বোচ্চ রান। ডাবল সেঞ্চুরি না পেলে পুরো ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছেন মুমিনুল। মুমিনুল ফেরার সময় বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৭৬। নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত।

বড় সংগ্রহের পথে বাংলাদেশ: টেস্টের প্রথম দিনেই বড় রান পেয়েছে বাংলাদেশ। আজ সেই রান আরো বাড়িয়ে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। প্রথম দিন ৪ উইকেটে বাংলাদেশ করেছিল ৩৭৪ রান। এর আগে টেস্টের প্রথম দিনে এত রান করেনি বাংলাদেশ। ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিল ২৬৫ রান।

গলের রেকর্ড ভাঙবে বাংলাদেশ!: টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৩ সালে গলে ৬৩৮ রান করেছিল মুশফিকুর রহিমের দল। আজ সেই রেকর্ড কি ভাঙবে মাহমুদউল্লাহর দল?

প্রথম ডাবলের পথে মুমিনুল: ২০১৩ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামেই ১৮১ রান করেছিলেন মুমিনুল। টেস্ট ক্যারিয়ারে সেটাই তার সর্বোচ্চ রান। আজ সেই রান টপকে প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পান কি না, সেটাই দেখার।

বাংলাদেশকে পাঁচশ রানের নিচে আটকাতে চায় শ্রীলঙ্কা: বাংলাদেশকে পাঁচশর নিচে আটকাতে চায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান সামারাবীরা প্রথম দিনের খেলা শেষ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন।