অনাপত্তিপত্র পেয়েছেন মুস্তাফিজর রহমান!

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ এপ্রিল মুম্বাইয়ে স্বাগতিকদের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে কাটার মাস্টারকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে আগামী ১১ এপ্রিল ঢাকা ছাড়ার কথা রয়েছে মুস্তাফিজুর রহমানের। বোর্ড থেকে এরই মধ্যে অনাপত্তিপত্র পেয়েছেন মুস্তাফিজর রহমান!

ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ এপ্রিল মুম্বাইয়ে স্বাগতিকদের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে কাটার মাস্টারকে।

শ্রীলঙ্কায় বসে মুস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, বোর্ড যদি অনুমতি দেয়, তাহলে অবশ্যই আইপিএল খেলবেন। বোর্ডের কোর্টে আইপিএলের সিদ্ধান্ত ঠেলে দিয়েছিলেন কাটারমাস্টার। বোর্ডও তাকে আটকায়নি। তবে বেশিদিন আইপিএল মাতানোর সুযোগ পাবেন না মুস্তাফিজ।

সামনে মুস্তাফিজ ও বাংলাদেশ দলের ব্যস্ত সিডিউল। জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ। এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে স্বাগতিক দল সহ বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বড় দুই টুর্নামেন্টে অংশগ্রহণের আগে বাংলাদেশ দল ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করবে। সেজন্য মে মাসের শুরুর দিকে ইংল্যান্ড উড়াল দিবে বাংলাদেশ । মুস্তাফিজকে ফিরতে হবে মে মাসের প্র্রথম সপ্তাহে। যদি ২ মে পর্যন্ত হায়দরাবাদ শিবিরে থাকেন তাহলে নয় ম্যাচ খেলার সুযোগ পাবেন বাংলাদেশের এ তারকা পেসার।

ইনজুরি থেকে ফিরে স্বরূপে ফিরেছেন মুস্তাফিজ। আইপিএলের এবারের আসর কতটুকু মাতাতে পারেন সেটাই দেখার। এদিকে শ্রীলঙ্কা থেকেই কলকাতা শিবিরে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। শুক্রবার রাতে গুজরাট পৌঁছান বিশ্বসেরা এ অলরাউন্ডার।