
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান প্রথম বার অনুদানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ‘গলুই’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই চিত্রনায়ক।
খোরশেদ আলম খসরুর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন এস এ হক অলিক।
আজ সোমবার (১৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে খোরশেদ আলম খসরু বলেন, ‘শাকিব প্রথম বার অনুদানের সিনেমা করছে; অনুদানের সিনেমা বলতে এত দিন যে ধারণা ছিল, আমরা সেটা পরিবর্তন করতে চাচ্ছি। অনুদানের সিনেমা বলে এত দিন মনে হতো কম বাজেটের সিনেমা, টেলিভিশনে মুক্তি। আমরা এই সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া শাকিবকে যুক্ত করেছি। বেশ বড় বাজেটের সিনেমা হবে এটি।’
সিনেমাটি প্রসঙ্গে শাকিব খানের ভাষ্য, ‘রোমান্টিক গল্প। সব মিলিয়ে ব্যাটে-বলে মিলেছে বলেই সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছি।’
প্রযোজক সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের মাঝামাঝি জামালপুর বা সুনামগঞ্জে সিনেমাটির শুট শুরু হবে।