যশোর : বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় ২৮ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।
২৬ বিজিবি বেনাপোল ক্যাম্পের কমান্ডার আব্দুলাহ ওয়াফী জানান, গোপন সংবাদরে মাধ্যমে জানতে পারেন ভারত থেকে বিপুলসংখ্যক লোক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ সীমান্তের গাতিপাড়ায় প্রবেশ করেছে। এ সময় সেখানে অভিযান চালিয়ে ২৩ জন পুরুষ এবং ৫ জন নারীকে আটক করা হয়।
আটককৃতদের বাড়ি নড়াইল, খুলনা, যশোর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
তিনি আরও জানান, ১১ সি ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।