অনুমোদনের অভিযোগ উঠেছে ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক : একটি দুর্নীতির ঘটনার প্রত্যক্ষদর্শীকে চুপ রাখতে তাকে ঘুষ দেওয়ার বিষয়টি অনুমোদনের অভিযোগ উঠেছে ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল টিমারের বিরুদ্ধে। বুধবার দেশটির সংবাদমাধ্যম ও গ্লোবো এক প্রতিবেদনে এ অভিযোগ করেছে।

পত্রিকাটি জানিয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে ব্রাজিলের সবচেয়ে বড় মাংস প্যাকেটজাত প্রতিষ্ঠানের দুই প্রধান নির্বাহী জোসলি ও ওয়েসলি বাতিস্তার আলপচারিতার গোপন অডিও রেকর্ড তারা পেয়েছে। অডিওর একটি অংশে জোসলি প্রেসিডেন্ট টিমারকে জানাচ্ছিলেন, তারা  পেট্রোবাস কেলেঙ্কারিতে গ্রেপ্তার পার্লামেন্টের প্রাক্তন স্পিকার এদুয়ার্দো চুনহার মুখ বন্ধ রাখতে তাকে নিয়মিত অর্থ দিয়ে যাচ্ছেন। জবাবে প্রেসিডেন্ট তাকে বলেন, ‘ আপনাদেরকে এটি দেওয়া অব্যাহত রাখতে হবে।’

মাইকেল টিমার ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট দিলমা রুসেফ সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছর তার নেতৃত্বেই রাজনীতিবিদরা দুর্নীতির অভিযোগে পার্লামেন্টে রুসেফের অভিশংসনের পক্ষে ভোট দেয়। রুসেফ ক্ষমতা ছাড়ার পর প্রেসিডেন্ট নির্বাচিত হন টিমার।

এদিকে প্রেসিডেন্ট দপ্তর থেকে ও গ্লোবোর প্রতিবেদন অসত্য বলে দাবি করা হয়েছে। প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট টিমার কখনোই প্রাক্তন এমপি এদুয়ার্দো চুনহাকে চুপ রাখার জন্য অর্থ দেওয়ার জন্য কোনো অনুরোধ করেননি।

অপরদিকে টিমারের পদত্যাগ দাবিতে বুধবার রাতে ব্রাজিলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। দেশটির রাজনীতিবিদরা ইতিমধ্যে টিমারের অভিশংসনের দাবি জানিয়েছেন।