অনুর্দ্ধ-১৬ বছর বয়স্ক ফুটবল খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে গোপালগঞ্জে অনুর্দ্ধ-১৬ বছর বয়স্ক ফুটবল খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিস এ খেলোয়াড় বাছাই আয়োজন করে।
বুধবার সকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এ বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মোজাম্মেল হক। এ সময় জেলা ক্রীড়া অফিসার এস এম ফিরোজুল আহসান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মানিসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতায় অর্ধ-শতাধিক প্রতিযোগি অংশ নেয়। পরে তাদের মধ্য থেকে ৫ জন খেলোয়াড়কে বাছাই করা হয়। এ ৫ জন খোলোয়াড় ঢাকায় প্রশিক্ষনের সুযোগ পাবে।