অনেক ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশ সফর করেন

জ্যেষ্ঠ প্রতিবেদক : রো‌হিঙ্গা‌দের আশ্রয় এবং পরবর্তী‌ সময়ে তা‌দের ফেরত পাঠা‌নোর উ‌দ্যোগ – এ দু‌টি ক্ষেত্রেই সরকার ব্যর্থ হ‌য়ে‌ছে বলে উল্লেখ করেছেন বিএন‌পি নেতা শামসুজ্জামান দুদু।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে বাংলাদেশ ইসলামিক পার্টি – ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এক মানববন্ধ‌নে তি‌নি এ কথা উল্লেখ করেন।

‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর অব্যাহত নির্যাতন-নিপীড়ন ও গণহত্যার’ প্রতিবাদে এই মানববন্ধনের আ‌য়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, ‘অনেক ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশ সফর করেন। কিন্তু রোহিঙ্গাদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী আশ্চর্যজনকভাবে নীরবতা পালন করছেন।

আমরা সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই, রোহিঙ্গা ইস্যুতে দেশবাসী এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গা নির্যাতনের ইস্যুটিকে জাতিসংঘে উত্থাপন করা হোক।’

তি‌নি ব‌লেন, ‘সরকার কূটনৈতিক ও মানবতা দুই ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। আন্তজাতিকভাবে মানবতার ক্ষেত্রে এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়াতেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

মিয়ানমারে মুসলমানদের টার্গেট করে গণহত্যা চালানো হচ্ছে মন্তব্য ক‌রে বিএন‌পির এই ভাইস চেয়ারম্যান ব‌লেন, ‘বর্তমানে রোহিঙ্গা প্রশ্নে ভারত সরকার মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে যা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। আমরা জানি, অনির্বাচিত ও অবৈধ সরকারের সঙ্গে কেউ থাকে না, রোহিঙ্গাদের প্রশ্নে আমরা আবার সেটা দেখতে পেলাম।’

তিনি বলেন, ‘৭১ এর পরিস্থিতি মাথায় নিয়ে আমরা মিয়ানমারের রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিতে বাংলাদেশে আশ্রয় দিতে পারি। তারপর আলোচনার মাধ্যমে সংকট কাটিয়ে আমরা তাদেরকে মিয়ানমারে ফেরত দিতে পারি।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন, কল্যাণ পার্টির ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির।