
নিজস্ব প্রতিবেদক : অনেক সরকার গেলেও পাহাড়তলী ওয়ার্কশপের উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
বুধবার রাজধানীর রেলওয়ে ভবনে বাংলাদেশ রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কশপ উন্নয়ন প্রকল্প জিডি-১ প্যাকেজের আওতায় নতুন প্লান্টস অ্যান্ড মেশিনারি সরবরাহ স্থাপন ও চালুকরণ কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
রেলমন্ত্রী বলেন, ‘আমাদের আগে অনেক সরকার এসেছে। কিন্তু কোনো সরকারই পাহাড়তলী ওয়ার্কশপের উন্নয়ন করেনি। কিন্তু আমরা ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছি। নতুন নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে এবং হয়েছে। নতুন এ রেলপথের মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এখন আমরা যমুনার ওপর রেল চলাচলের জন্য প্যারালাল ব্রিজ তৈরির চিন্তা করছি।’
মুজিবুল হক বলেন, ‘পাহাড়তলী ওয়ার্কশপে নতুন প্লান্টস, মেশিনারি সরবরাহ স্থাপন ও চালু হলে রেলের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং এর ফলে আমরা এখানে নতুন কোচ নির্মাণ ও রেলের মেরামত করতে পারব।’
‘রেলের উন্নয়নে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নের পর রেলের দৃশ্যমান উন্নয়ন দেখতে পারবে দেশের মানুষ,’ বলেন তিনি।
বাংলাদেশ রেলওয়ের পক্ষে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. শামসুজ্জামান ও সিআরআরসি সিফাং কোম্পানি লিমিটেডের পক্ষে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট চেন জিয়ান পেং এ চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব ফিরোজ আলাউদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন প্রমুখ।