
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন ১ আগস্ট অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।
দুর্নীতির দায়ে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা এবং এরপর তার পদত্যাগের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের আহ্বান জানালেন প্রেসিডেন্ট।
অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফের মুসলিম লীগ কেন্দ্রীয় তেলমন্ত্রী শহিদ খাকান আব্বাসিকে মনোনয়ন দিয়েছে। তবে তার ফাঁকা মাঠে বিজয়ী হওয়ার সম্ভাবনা কমে যাবে, যদি বিরোধী দলগুলো প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেয়। রোববার বিরোধীরা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে প্রার্থীর নাম ঘোষণা করতে পারে।
দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে শুক্রবার প্রধানমন্ত্রীর পদে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। শনিবার দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আমার বিবেক পরিষ্কার।’
তিনি দাবি করেছেন, দুর্নীতির জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হয়নি। এর পেছনে কী কারণ রয়েছে, তাও তিনি পরিষ্কার করেননি। তবে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে নেপথ্যে অন্য কোনো হিসাব-নিকাষ কাজ করেছে বলে ইঙ্গিত দিয়েছেন নওয়াজ শরিফ।
এদিকে, নওয়াজ শরিফের উত্তরসূরি হিসেবে তার ছোট ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের নাম চূড়ান্ত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তিনি। অবশ্য এর জন্য তাকে সংসদীয় আসনে নির্বাচন করে জিতে আসতে হবে। নওয়াজ শরিফ পদত্যাগ করায় তার নির্বাচনী আসন ফাঁকা হয়েছে। সেই আসনে উপনির্বাচন করবেন শাহবাজ শরিফ। জিতলে পরে প্রধানমন্ত্রী হবেন তিনি।
নওয়াজের ছেড়ে দেওয়া আসনে মুসলিম লীগের শক্তিশালী অবস্থান থাকায় শাহবাজ শরিফের বিজয় নিশ্চিত ধরে নেওয়া হচ্ছে। তবে এ আসনের উপনির্বাচনে শাহবাজ শরিফের বিরুদ্ধে সম্মিলিতভাবে একজন হ্যাভিওয়েট প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলো।
তথ্যসূত্র : ডন অনলাইন