ক্রীড়া প্রতিবেদক : অন্যরকম এক ফিফটি করলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন সীমিত ওভারের অধিনায়ক।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাশরাফির ৫০তম ম্যাচ।
মাইলফলের ম্যাচে মাশরাফির শুরুটাও হয়েছে ‘জয়’ দিয়ে। বাংলাদেশ অধিনায়ক যে টস ভাগ্যে জয়লাভ করেছেন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ খেলতে পারছেন না তিনি।
মুশফিকের পরে থাকা তিনজন আজ খেলছেন- সাকিব আল হাসান (৫৫* ম্যাচ), মাহমুদউল্লাহ (৫৪* ম্যাচ), তামিম ইকবাল (৫৩* ম্যাচ)।