‘অন্য ইস্যু মরে গেছে এই ইস্যু নিয়েও আশার আলো অচিরেই নিভে যাবে ’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতাদের ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ‘কেউ কেউ সুপ্রিম কোর্টে ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় মহাখুশি। আনন্দে তারা নৃত্য করছে। বিএনপির এক নেতা বলেছেন, তারা আশার আলো দেখছেন।

তিনি বলেন, ‘অন্য ইস্যু মরে গেছে এই ইস্যু নিয়েও আশার আলো অচিরেই নিভে যাবে। ’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত শেখ কামালের জন্মদিনের আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন‘ভারতে নরেন্দ্র মোদি যখন ক্ষমতায় এলো তখন সকাল বেলা ফলাফলের আগেই ভারতীয় দূতাবাসে ফুল দিয়েছিল। আমেরিকা রেজাল্ট বের হওয়ার আগে বাংলাদেশে সব ফুলের দোকানে ফুল বিক্রি হয়ে যায়, মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি হয়ে যায়, হিলারি ক্লিনটন এসে ক্ষমতায় বসবেন বলে। কিন্তু তাদের আশা পূরণ হয় না। ক্ষমতার মালিক জনগণ। জনগণ ছাড়া কাউকে কেউ ক্ষমতায় বসাতে পারে না।’

মন্ত্রী বলেন, ‘অনেকে শেখ হাসিনার উন্নয়নে ঈর্ষান্তিত হয়ে জনগনকে পাশে না পেয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে।আমরা চক্রান্ত করি না কখনও, আমাদের বিরুদ্ধেই চক্রান্ত করা হয়।’

দেশের রাজনীতিতে সৌজন্যবোধ হারিয়ে গেছে বলেও মন্তব্য করেন এই নেতা।

শেখ কামালের জীবনী আলোচনা করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একেকজন ক্ষমতায় গেলে হয়ে ওঠেন বিকল্প পাওয়ার সেন্টার। কিন্তু শেখ কামাল তেমন মানুষ ছিলেন না। তার কোনো হাওয়া ভবন ছিল না। ’

৫৭ ধারা প্রসঙ্গে তিনি বলেন, ‘তুচ্ছ কারণে ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ করতে হবে। এই প্রবণতা আত্মঘাতী। এসব আত্মঘাতী কাজ আমাদের বন্ধ করতে হবে।’

সাংবাদিক আবেদ খানের সভাপতিত্বে পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।