অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নেওয়াই হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীতে রেইনট্রি হোটেলে বন্ধুর মাধ্যমে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এরপর অভিযুক্তরা ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখেন। যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, তাদের একজন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদ। প্রাণনাশসহ বিভিন্ন হুমকি উপেক্ষা করে ঘটনার এক মাসের বেশি দিন পর ওই দুই তরুণী ৪ মে বনানী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করতে যান।

‘অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নেওয়াই হবে। যে কারণে অপরাধীর তালিকা থেকে সংসদ সদস্য- এমন কি মন্ত্রীর সন্তানকেও বাদ দেওয়া হচ্ছে না।’

রোববার বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৭ উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আয়োজিত ‘পরিমাপ পরিবহনের নিয়ন্ত্রক’ শীর্ষক আলোচনা সভা শেষে বনানীর ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘বনানীর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবেই কাজ করছে। এই ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী ও পুলিশ বাহিনী সুন্দর ও স্বাধীনভাবে কাজ করছে। কোনো ধরনের চাপ বা অনুরোধ নেই তাদের কাছে।’

তবে থানা পুলিশ মামলা না নিয়ে তাদেরকে হয়রানি করে বলে অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টা পর ৬ মে ওই অভিযোগ লিপিবদ্ধ করা হয়। গত ১১ মে সাফাত ও তার বন্ধু সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়।

পর দিন আদালতে তোলা হলে সাফাতকে ৬ দিন এবং সাদমান সাকিফকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন আদালত। ১৫ মে সাফাতের দেহরক্ষী রহমতকে গুলশান থেকে এবং ড্রাইভার বিল্লালকে নবাবপুর থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরে রহমতকে ৩ দিন এবং বিল্লালকে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ১৭ মে এ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিমকে মুন্সীগঞ্জের লৌহজং থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে ৭ দিনের রিমান্ডে নেয়।

এদিকে, রোববারের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জননিরাপত্তার জন্য পরিবহন খাতে পরিমাপ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তৈরি পোশাক শিল্পের পর ওষুধ শিল্প খাতে মান নিয়ন্ত্রণের ফলে বিশ্ববাজারে বাংলাদেশি ওষুধ গুরুত্বপূর্ণ স্থান দখলে সক্ষম হয়েছে। পরিবহন খাতে মান নিয়ন্ত্রণ করে দেশে রপ্তানিমুখী নতুন শিল্প খাত গড়ে তোলা সম্ভব।

তিনি জনগণের সুরক্ষার কথা মাথায় রেখে মানসম্মত পণ্য উৎপাদনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

বিএসটিআই- এর মহাপরিচালক মো. সাইফুল হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া এনডিসি, বিএসটিআই- এর পরিচালক আসাদুজ্জামান বক্তব্য রাখেন।