অপরিবর্তিত অধিকাংশ সবজির দাম একই রয়েছে

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহের মতো এ সপ্তাহেও অধিকাংশ সবজির দাম একই রয়েছে।

শুক্রবার রাজধানীর জিগাতলা, নিউমার্কেট বাজারসহ কয়েকটি বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

জিগাতলা কাঁচাবাজারের বিক্রেতা মাসুম হোসেন বলেন, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে দুই থেকে তিন ধরনের সবজি ছাড়া অন্য সব সবজির দাম এক রকম রয়েছে।

তিনি বলেন, কাঁচামরিচের দাম গত সপ্তাহের চেয়ে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকা। লাউ ৫ টাকা বেড়ে প্রতি পিচ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা।

এ ছাড়া শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা, গাজর ৫০ টাকা, শশা ৪৫ টাকা, টমেটো ৩০ টাকা, ফুলকপি ৫০-৫৫ টাকা (আকার ভেদে), বাঁধাকপি ৩০ টাকা। বেগুন প্রকারভেদ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা, পেঁয়াজের কলি ২০ টাকা, চাল কুমড়া ২০ টাকা, কচুর লতি ৬২ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬৫ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, চিচিঙ্গা ৬৩ টাকা, করলা ৬৪ টাকা, কাঁকরোল ৬০ টাকা, কচুরমুখী ৭৫ টাকায় বিক্রি হচ্ছে, আলু ২ টাকা বেড়ে ২০ টাকা, প্রতি হালি লেবু প্রকারভেদে ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মানভেদে দেশি পেঁয়াজ কেজি প্রতি ২৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ২০ টাকা, দেশি রসুন ৮০ টাকা, ভারতীয় রসুন ১৯০ টাকা, দেশি আদা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংস প্রতি কেজি ৫০০ টাকা, ব্রয়লার মুরগি ১৬০ টাকা এবং খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।