কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া থেকে অপহরণের ১৪ দিন পর সাত বছরের শিশু সাকিবুল হাসানকে উদ্ধার করেছে র্যাব।
এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।এ ছাড়া জব্দ করা হয়েছে অপহরণ কাজে ব্যবহৃত সিএনজি চালিত ট্যাক্সিও।
মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের কলাতলীতে র্যাব অভিযান চালিয়ে শিশুটি উদ্ধার করে।
সাকিবুল হাসান উখিয়া উপজেলার ফলিয়া পাড়া জামবনিয়া এলাকার প্রবাসী আমির হোসেনের ছেলে।
আটককৃতরা হলো- কক্সবাজার শহরের কলাতলী ঝরঝরি পাড়ার আক্তার হোসেনের ছেলে মো. আলাউদ্দিন (৩০) ও টেকনাফের বাহারছড়ার দক্ষিণ বড়ডেইল এলাকার মৃত মো. কাশেমের ছেলে মো. আমীন (২২)।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি উখিয়ার ফলিয়া পাড়া থেকে সাকিবুলকে অপহরণ করার পর থেকে মুক্তিপণ দাবি করে আসছিল চক্রটি।
দুপুরে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান, শিশুটির মা আয়েশা বেগম ২৭ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দায়ের করার পর র্যাব ব্যাপক গোয়েন্দা নজরদারি চালায়। পরে মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্য মতে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এদের উখিয়া থানায় হস্তান্তর করা হবে।