নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী থেকে অপহৃত এ এস এম রনচর সালেহীন শুভ (১৮) নামে এক কিশোরকে উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি র্যাব।
র্যাব-১ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. মাঈনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল সকাল ৮টার দিকে ওই কিশোরকে বনানী এলাকা থেকে অপহরণ করা হয়। অপরহণের পর তার বাবা-মার কাছে মুক্তিপণের জন্য বিপুল পরিমাণ টাকা দাবি করে অপহরণকারীরা। এরপর তারা বিষয়টি আমাদের জানালে তাৎক্ষণিক আমরা ছায়া তদন্ত শুরু করি। গতকাল রাতে তাকে ধানমন্ডি এলাকা থেকে উদ্ধার করি। তবে ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
তিনি বলেন, ‘অপহরণকারীদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত।’