অপহৃত হাসপাতাল কর্মচারী উদ্ধার, আটক ৬

ফেনী প্রতিনিধি : মুক্তিপণ দাবিতে অপহৃত মমিন হোসেন পাটোয়ারী নামে ফেনীর জেডইউ হাসপাতালের এক কর্মচারীকে উদ্ধার করেছে র‌্যাব।

রোববার রাত দেড়টার দিকে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভিতর থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, একটি বিকাশ নম্বরের সূত্র ধরে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মমিন হোসেন পাটোয়ারীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে আটক করা হয়।

আটককৃরা হলেন- ফরিদ হাসান তুষার (২১), আব্দুল আহাদ রানা (২২), আলাউদ্দীন বাবু (২০), ওমর ফারুক (২১), রেজাউল হক (২১) ও মো. শাকিল (২০)। তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে শনিবার রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ফেনীর জেডইউ হাসপাতালের কর্মচারী মমিন হোসেন পাটোয়ারীকে অপহরণ করা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।