অপ্রয়োজনীয় মাস্ক দিয়ে তৈরী হল বিয়ের গাউন

করোনার মহামারীতে মানুষের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় যে জিনিস তা হলো মাস্ক। মাস্ক ছাড়া আজকাল বাইরে বের হওয়াটাই যেনো বিপদ! কিন্তু মাস্কের ব্যবহার যেমন বাড়ছে তেমনই বাড়ছে ফেলে দেওয়া কোভিড বর্জ্যের পরিমাণও।

আর সে সব অপ্রয়োজনীয় মাস্ক দিয়ে তৈরী করলেন বিয়ের গাউন। গাউন টি তৈরী করেছেন লন্ডনের এক ফ্যাশন ডিজাইনার, আর সে গাউন পরে সকলের নজর কাড়লেন সে দেশের একজন তরুনী।

জানা গেছে, ‘হিচড‘ নামক একটি ওয়েডিং ওয়েবসাইটের মাধ্যমে এই গাউন বানাতে দেওয়া হয়েছিল ফ্যাশন ডিজাইনার টম সিলভারউডকে। আর প্রায় ১৫০০ মাস্ক দিয়ে আস্ত গাউন বানিয়ে ফেললেন তিনি। এছাড়াও গাউনের ভেতর দিকে ব্যবহার করা হয়েছে পিপিই কিটও৷ লন্ডনের মডেল জেমিমা হামব্রো এই অভিনব গাউনটি পরে ফটোশ্যুট করেছিলেন। আর সেই গাউন পরেই সম্প্রতি বিয়ে সারলেন লন্ডনের এক তরুণী।

‘হিচড‘ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটেনে প্রতিদিন প্রায় ১০ কোটির বেশি মাস্ক বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়। সেই মাস্ক দিয়ে অভিনব কিছু সৃষ্টি করা গেলে বিষয়টি পরিবেশবান্ধব হবে। এর ফলে দূষণও কমে।

সংস্থার সম্পাদক সারাহ আল্যার্ড জানিয়েছেন, ব্রিটেনে ফের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে তাই আমরা ভীষণ খুশি। এই গ্রীষ্মে হাজার খানেক বিয়ের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা। ফের ভালো সময় ফিরে এসেছে। কোভিড বর্জ্যকেও অভিনব সব কাজে ব্যবহার করা হচ্ছে।