অবশেষে চৌগাছা-ঝিকরগাছার ধানের শীষের কান্ডারী হলেন মুহাদ্দিস আবু সাঈদ

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন জোটের শরীক জামায়াতের যশোর জেলা পশ্চিম নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হুসাইন।
মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নিকট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর আমিন উদ্দিন খান।
যশোরের ঝিকরগাছা বাঁকড়া গ্রামে ১৯৬১ সালের পহেলা জানুয়ারী আবু সাঈদ মুহাম্মদ শাহাদাৎ হুসাইনের জন্ম। তার পিতা মো. আব্দুল ওয়াজেদ। ১৯৭৯ সালে তিনি ধামতি আলীয়া মাদ্রাসা থেকে কামিল (এমএম) পাশ করেন।
ছাত্রজীবনে তিনি সাতক্ষীরার হামিদপুর আলীয়া মাদ্রাসার সভাপতি নির্বাচিত হন। ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কর্মী ছিলেন তিনি। শিক্ষা সমাপ্তির পর যোগ দেন জামায়াতে ইসলামীতে। ১৯৮২ সালে তিনি দলের রুকন (সদস্য) পদ লাভ করেন।
বর্তমানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন জামায়াতে ইসলামী নেতা মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হুসাইন। আবু সাঈদ কর্মজীবনে মুহাদ্দিস হিসেবে বাহাদুরপুর আলীয়া মাদ্রাসায় ও উপাধ্যক্ষ হিসেবে যশোর জালপাড়া সিনিয়র মাদ্রাসায় অধ্যাপনা করেন। পদ্মবিলা সিনিয়র মাদ্রাসায় অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন তিনি।
ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। ১৯৯০ সালে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। অষ্টম জাতীয় সংসদে তিনি  সংসদ সদস্য নির্বাচিত হন ।
২০০৯ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে নির্বাচিত সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদের নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে পরাজিত হন। ২০১১ সালে গোপন ব্যালটের মাধ্যমে প্রবীন এই শিক্ষক জেলা জামায়াতের  আমির নিযুক্ত হয়ে মাওলানা আজিজুর রহমানের স্থলাভিসিক্ত হন। ২০১৪ সালের ডিসেম্বরে তিনি পুনরায় দলের জেলা আমির হিসেবে গোপন ব্যালটের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত হন।
বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য  । মুহাদ্দিস আবু সাঈদ জামায়াতে ইসলামী যশোর জেলা পশ্চিম শাখার নায়েবে আমির। মুহাদ্দিস আবু সাঈদ তিন পুত্র ও দুই কন্যার জনক।